আমার সম্পর্কে

আমি ক্যামেরার সামনের লোক না

আমি ক্যামেরার সামনে বা প্রকাশ্যে আসার লোক না। কিন্ত ক্যারিয়ারের এই সময়ে এসে দেখছি, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে বা একটা বিষয় ভুলভাবে উপস্থাপন করে আর্থিকভাবে, সময় এবং মানসিকভাবে অনেক মানুষের সাথে প্রতারনা করা বা শর্টকাট ইনকামের প্রলোভনা দেখানো হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, কিন্ত মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত করে কেও যেন ডিজিটাল এই যুগে কোন কিছুর অপব্যবহার না করে এজন্যই সামনে আসা…

এটা মার্কেটিং এর একটা কথা হলেও বাস্তবতা এটাই যে আমি একজন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার এবং সার্ভিস প্রভাইডার। একা কাজ করি এবং অবজারভেশন করতে পছন্দ করি।

যদি আপনি কোন বিষয়ে এক্সপার্ট হোন, কখনই ফ্রি করবেন না!

ছবির এই ডায়লগটার কথা মনে আছে?

একটা বিষয় মাথায় রাখবেন, কেও একজন ফ্রি তে কখনই যেমন দিবেনা আবার ভ্যালু ফর মানি বলেও একটা কথা আছে। অর্থাৎ, টাকার বিনিময়ে আপনি প্রপার কমিটমেন্ট অনুযায়ী সেবা পাচ্ছেন কিনা সেটাও দেখার বিষয়।

ক্ষুধার্ত থেকো, বোকা থেকো!

এপল এর স্টিভ জবস এর উক্তিটি মনে আছে?
আমি নিজেকে কখনোই এক্সপার্ট দাবি করি না। প্রত্যেকেই যার যার জায়গা থেকে এক্সপার্ট। সত্যিকার অর্থে কিছু শিখতে হলে শুন্য থেকে শুরু করুন। প্র্যাক্টিক্যাল লাইফে কাজে লাগান, তাহলেই এক্সপার্ট হবেন। নাহলে, নগদ হিসেব সবসময়ের জন্য শূন্যই থাকবে।

ডিজিটাল ফাউন্ডেশন কোর্সটি কেনো করবেন?

মিথ্যা কোন প্রলোভন না, রাতারাতি কোটিপতি হবার শর্টকাট না। শুধুই বাস্তব অভিজ্ঞতা থেকে সিখাবো যেটা প্র্যাক্টিক্যাল লাইফে কাজে লাগাতে পারবেন। একটা প্রবাদ আছে দুই দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন!

WhatsApp সাপোর্ট

কোন গ্রুপ বা টিম বা ইমেইল না। সরাসরি আমি পারভেজ আপনাকে সাপোর্ট দিবো।

লাইফ-লেসন কোর্স

হতে পারে এটাই আপনার জীবনের লাস্ট কোর্স যেটা আপনি টাকা দিয়ে কিনবেন!

ফ্রি দিচ্ছি না কেনো?

আপনি হাঁটু পানিতে নামলেই কেবল আমি আপনার জন্য কোমর পানিতে নামবো। এটাই জগতের নিয়ম, মেনে নিতে শিখুন।

সাম্প্রতিক আর্টিকেল

এখানে আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, বিজ্ঞাপন, ওয়েবসাইট এবং বাস্তব সিদ্ধান্ত নেওয়ার গাইডলাইন নিয়ে লেখা আর্টিকেল। কোনো হাইপ নয়—শুধু বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োগযোগ্য জ্ঞান।

ডিজিটাল ফাউন্ডেশন কি?

ডিজিটাল ফাউন্ডেশন বলতে আসলে কী বোঝায়? ডিজিটাল ফাউন্ডেশন মানে শুধু কোনো একটি টুল বা…

কোনো প্রশ্ন আছে নাকি শুরু করতে প্রস্তুত?

এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত কিনা বুঝতে যদি কোনো প্রশ্ন থাকে—নির্দ্বিধায় যোগাযোগ করুন। আর যদি আপনি বাস্তব স্কিল শেখা শুরু করতে প্রস্তুত হন, তাহলে আজই আপনার যাত্রা শুরু করুন। সিদ্ধান্ত আপনার, পথ দেখানো আমার।