কমন কিছু প্রশ্নোত্তর এখানে পাবেন
সাধারন কিছু প্রশ্নোত্তর চেস্টা করবো এখানে দিতে। আরো কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন।
আপাতত কোর্সটি সকল বাংলা ভাষাভাষী ভাই/বোনদের জন্য উন্মুক্ত থাকবে। ডিজিটাল ফাউন্ডেশন জিনিষটাই যদি কি আপনি না বুঝেন তাহলে অবশ্যই এই কোর্সটি আমি আপনাকে সাজেস্ট করবো। মোবাইল বা কম্পিউটার যেকোন ডিভাইসে ইউটিউব ভিডিও দেখতে পারলেই কোর্সটি আপনি নিতে পারেন। যারা লাইফটাইমের জন্য কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম নিজের নখদর্পণে নিতে চান অর্থাৎ, এর মূল ভিত্তি শিখতে চান তাদের জন্য এটা লাইফ-লেসন কোর্স! কোর্সের বিস্তারিত পাবেন এখানে।
যারা এক্সপার্ট আছেন তারা দ্বিতীয় লাইন থেকে পড়বেন না।
যারা রাতারাতি কোটিপতি হতে চান, দিবাস্বপ্ন দেখেন বা কথায় কথায় স্বপ্নদোষ হয়, অথবা শর্টকাট ডলার ইনকাম করতে চাচ্ছেন অথবা এই কোর্স নিয়েই আপনার দুনিয়ার সমস্ত কাজ আমাকে দিয়ে করিয়ে নিবেন ভাবছেন তারা হালকা মুতে শুয়ে পড়ুন। ঘুমালেও কাজে দিবে, আপনার জন্য এই কোর্স না।
কোর্স ফি কোর্স ডিটেইলস পেজে পাবেন। আগে আমার ইউটিউব চ্যানেলে ফ্রি প্লে-লিস্ট দেখে বুঝার চেস্টা করেন আমি আপনাকে শিখাতে পারছি কিনা তারপর পেমেন্ট করার সিদ্ধান্ত নিবেন। কারন, একবার পেমেন্ট করলে সেটি কোন অবস্থাতেই রিফান্ডযোগ্য না। একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেকটা সেরকম।
আর সাপোর্ট আমি নিজেই WhatsApp এর মাধ্যমে দিবো। কোন গ্রুপ পোস্ট, ইমেইল এটা সেটা নাটক এর প্রয়োজন নেই। সরাসরি ফোন বা ভিডিও কল না দিয়ে একটাবার জিজ্ঞেশ করে নেওয়াটা বেটার। আর কোর্সের জন্য পেমেন্ট করার আগে অবশ্যই একটাবার আমার সাথে কথা বলে নিবেন।
একটা নির্দিষ্ট সময় পরে আমি কোর্স বিক্রি করা বন্ধ করে দিবো। যে ব্যাক্তি সবার শেষে কোর্সটি নিবে তাকেও অন্তত একবছর সাপোর্ট দিবো। আরেকটা বিষয় কিন্ত ভুলে গেছেন, এই কোর্সের মূল উদ্দ্যেশ্যই ‘হচ্ছে আপনাকে স্বনির্ভর করে তোলা। অর্থাৎ, আপনার ভালো মন্দ আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। আর মরে গেলে কোন দাবি রাখবেন না দয়া করে।
আমার অফিস
এই কোর্সের জন্য আমার কোন অফিস নাই। আমি বাসায় থেকে আমার এজেন্সির কাজ যেমন করি, বাসায় থেকেই এই কোর্সের জন্য সাপোর্ট দেওয়া আমার জন্য অনেক বেশি সুবিধাজনক।
